আশায় কেবলি বাঁচি
আশাই তো জীবন।
কাঁচের মতো কতো আশা;
ঝনঝন ঝঙ্কারে ভেঙ্গে পড়ে ।
অশ্রুজলে,রোদন ধ্বনীতে
আশা সমাধিস্থ হয়
সমারোহে কিংবা নীরবে।
দিন কয়েক শোকানলে শোকাহত।
আবার নবচেতনায়,নব উদ্দমে,
নব নব আশার জনম।
বাঁচার পথ খুঁজে পাওয়া।
আবার বাঁচতে শুরু করা।
এই তো জীবন।


১১-১২-২০১৭ ইং ;
২৪ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।