আজো সে বাতাস বইছে বসন্তে,
কোকিল গাইছে শাখে বসে কুহুকুহু।
সূর্য উঠে অস্ত যায় নীল আঁচল ধরে।
কৃষ্ণচূড়া পলাশ শিমুল অশোক-
ঠিক তেমনি ফোটে আগের মতো।
দিন সপ্তাহ মাস যায়, বছর ফিরে
একুশ আসে নব রবে নব সাজে।
তবুও বুকে বাজে বেদনার সুর!
চোখে ভাসে রক্তে রাঙা রাজপথ
নিথর দেহ, সাদা কাপড়ে মোড়া
বাংলা মায়ের দামাল ছেলেদের।
এক সাগর রক্ত ত্যাগ-বলিদান
বিনিময়ে দিলে একুশে ফেব্রুয়ারি
রফিক বরকত বাংলার বীর সন্তান
তোমাদের প্রণাম,তোমাদের সালাম।