তোমার বাসর ঘরের ছবি,
আমার মানস পটে ;
রং তুলিহীন আঁকা।


তোমার পুরুষালি বাহুডোর ;
উষ্ম ঠোঁটে চুম্বন।
চোখেচোখ,
তপ্ত ঘন শ্বাস
নীরব প্রেমের ছোঁয়া ,
মুখে সুতৃপ্ত হাসি...


হাজারো প্রশ্নেরা ভীড় করে,
উত্তরে হৃদয় দগ্ধ হয়
ঈর্ষানলে; পতঙ্গ সম।
তরপরও উৎসুক।


ভাবনাগুলো বড় বেপরোয়া,
বেহায়া ও বটে।
বাসি গোলাপের পেছনেই ছুটে
সদ্য ফোটা কৃষ্ণচূড়া ছেড়ে।


            ------