আকাশের তারা আজ
নেমে এলো ধরায়।
আমার ঘরে নববধূ
খুশির বন্যা ছড়ায়।


স্বপনের রং মাখায়ে
সাজিয়ে দিলো ডালি।
ভাতকাপড় দিলো বর
বধূর হাতে তুলি।


আলতো হাতে নববধূ
ভাত দিলো মুখে।
আনন্দের অশ্রু বিন্দু
কাজল কালো চোখে।


মেহেন্দির উজ্জ্বল রঙ্গে
সাজানো বধূর হাত।
কাসার বাটি থালায়
বধূ খাচ্ছে ভাত।


---------------



১৩-১২-২০১৭ ইং ;
২৬ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।