বড় বাড়ীর বড় বৌ
আনলেন দেখে শুনে ।
ননদিনী মুগ্ধ হলো
বৌদির রূপেগুণে।

নয় সে অম্বিকা আর
নয় সে অম্বা।
মুখে তার ফুলঝুরি
কাজে সে রম্ভা।

কথায় কথায় বাপের বাড়ীর
গুণগান গায়।
বাপের বাড়ীর চাকর কুকুর
নাহি বাদ যায়।

বাপের বাড়ীর লোকজনে
খোঁজ নাহি করে।
তারপর ও সব কথাতে
তাদের নাম ই ধরে।

যদি কিছু কিনে লোকে
নেই প্রশংশার লেশ।
বলে ছোটদি,চিনদি কিংবা
ঝিমুর কিনা শেষ।

কোনো কাজে পিছিয়ে নেই
সকল কাজে যায়।
গল্প পেলে সব কাজ
পড়ে রয় হায়!

টুক্ টাক্ কাজ করে
শ্বশুর বাড়ী এলে
একা আমি সব করেছি
পাড়ায় গিয়ে বলে।

পাইনি জীবনে কোনো
সুস্বাদু খাবার।
কি স্বাদ রেঁধেছি আজ
বলে বার বার।

নিজেই নিজের গুণ
গেয়ে গেয়ে যায়।
ভ্রুক্ষেপ নেই কোনো
কে বা শুনে তায়।

বাড়ীর বড় বৌ তাই
ভজন পেতে চায়।
কথায় কথায় খুঁত ধরে
কর্তৃত্ব  যাচায়।


   ০৬-১০-২০১৭ ইং ;
   ১৯ ই আশ্বিন ;  ১৪২৪ বাং ;
   ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।