পূর্ণা তুমি অনন্যা তুমি ধরনীর এই বুকে
তুমি অধিষ্ঠিতা মাগো জাগতিক সব সুখে।
         ডুবে আছো সুখ সাগরে
         সোনার ভরা এই নগরে
বুঝিবে কেমনে তুমি দিন কাঙ্গালির বুকের ব্যথা।
কোথাও নেই কো ছায়া গুঁজিতে তার ক্ষুদ্র মাথা।


অনাহারীর দৈন্য দশা নরক সম যন্ত্রণা,
দুঃখ ব্যথা প্রতিনিয়ত দেয় যে তারে কুমন্ত্রণা।
             জঞ্জালের মতো ধুকে
              হাড্ডি সার চর্ম বুকে
দিনেরাতে আহার খেতে নেই কো তার টাকা,
গড়েরমাঠের মতো তার পকেট খানি ফাঁকা।


তোমার কোনো নেই প্রয়োজন সে তোমার ভালো
গরিবের আশা আকাঙ্ক্ষায় কেনো পানি ঢালো।
              তুমি ধনে ভাগ্যবতী
             জমিদারের লক্ষ্মীমতি
বলয় বাজিয়ে দম্ভ সাজিয়ে কেনো এ আচরণ
চেয়ে দেখো কাঙ্গালের চোখে কতো প্রয়োজন।


                       --------


রচনাকাল :-
০৭-০৩-২০১৮ ইং
২২ ফাল্গুন,  ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।