আকাশের কোণের মলিনতা ধুয়ে
মুছে দিলো রবি প্রবল দীপ্ত দাহে।
চারিধারে চোখ ঝলসানো ধু ধু নীল।


রুটি রোজির তাড়নায় রোজ রুটিন মেপে
ছুটতে গিয়ে প্রতি নিয়ত  নাজেহাল।
নিত্য অপ্রকাশিত অন্য আঙ্কেল প্রজার।


প্রার্থণাসভায় মাথায় হাজারো চিন্তার কিলবিলি।
চোখ টেবিলে উপর বন্ধ চেইনের ভিতর
ঘন ঘন  উঁকি মারে  আর খুঁজে ...


প্রথম ঘন্টা থেকে টানা শেষ ঘন্টা,
যেদিন অবহেলায় সঙ্গী নাহয় দৃষ্টি  চশমা,
সাহিত্যের পাতায় শুধুই মরুভূমি।


শেষ কাজটুকু সেরে ঘরে ফেরার বেলায়
ক্রুদ্ধ রবিমামা পূর্ণ দাপটে ঠিক মাথার উর্ধে
রোদ চশমা বিচ্ছেদে শোকার্ত ?


আশ্বিনের অপরুপা কাশ আর শিউলি
বিনাদোষে অবলীলায় শুকনো হৃদয়ে
নিস্তব্ধ পথ ছেড়ে দাঁড়ায় স্ব-সন্মানে।


                     *****