ছোটবেলায় শুনেছি
চাঁদে এক বুড়ী বসে বসে
চরকা ঘুরিয়ে সূতো কাটে।
কতো জ্যোৎস্না ভরা রাতে
আকাশের দিকে তাকিয়ে
চাঁদের বুড়ীকে দেখেছি একদৃষ্টে।
আজ বারবার মনে হয়
জীবন যেনঐ চাঁদের বুড়ীর
চরকার সূতোতে বাঁধা।
বুড়ী চরকা ঘুরাচ্ছে নিজের
খেয়াল খুশি মতো। মাঝে মাঝে
ক্লান্তিতে ঝিমুনি আসলে চরকার
গতি হ্রাস,বৃদ্ধি হয়।কখনো
উল্টো দিকে ঘুরতে থাকে।আবার
তন্দ্রা কাটিয়ে স্বাভাবিক হৃদমে
ঘুরাতে থাকে চরকা।এই চরকার
ঘূর্ণন হতে বেরুনোর পথ
জীবন কালে নেই। তাই
চলতেই থাকি।
ঘুরতেই থাকি অবিরত।



০১-১২-২০১৭ ইং ;
১৪ ই অগ্রহায়ণ   ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।