দুধ খাবো না আমি মাগো
দুধে ভীষণ গন্ধ।
আর কতকাল দুধ খাবো মা
করো এসব বন্ধ।
মায়ের দুধ খাবে বলে
বাছুর মরে কেঁদে।
দাওনা কেন দুধ খেতে মা'র
রাখো কেনো বেঁধে।
আমার ভাগের কলা গুলি
দাওনা ওকে বেটে।
কালথেকে খায়নি মাগো
নেই  কিছু ওর পেটে।
তোমরা কেন এতো নিষ্ঠুর
বাছুরকে করো মানা।
ওর মায়ের দুধ ধুইয়ে এনে
খাও মাখন,দধি,ছানা।
পাশের বাড়ীর আন্টিমনি
বিক্রি করে দেয়।
কড়কড়া টাকাকড়ি
গুনে গুনে নেয়।
তোমরা রাঁধো হরেক খাবার
নানিয়ে বিনিয়ে।
কচি বাছুরের মায়ের দুধ
কেন আনো ছিনিয়ে।
ফুটফুটে সেই বাছুরটি
শুকিয়ে হল কাঠ।
মায়ের দুধ না পেয়ে
চুষতে থাকে বাট।
এসব দেখে আমার মনে
ভীষণ যন্ত্রণা।
আজ থেকে আমি মাগো
আর দুধ খাবে না।


১৫-০৫-২০১৭ ইং ;
৩১শে বৈশাখ ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।