দোহাই লাগে, দোহাই দিয়ে
চলবে কতো কাল।
চালাকি তোর পড়বেই ধরা
পাতা আছে জাল।


তপ্ত কণ্ঠে ভাষণ রেখে
মাতালি তোর আসর।
ভেবে দেখ কোথা যাবি
ভাঙবে যখন বাসর।


খালি হাতে আসলি ভবে
যাবিও খালি হাতে।
মাঝে কেন লালসা এতো
বিঁধলি নানান ঘাতে।