চড়ক গেলো,ষষ্টি গেলো
আর গেলো রথ।
বিপদ তারিণী,মা মনসার
শেষ হলো ব্রত।


তালের বড়া,ক্ষীর ননী
ভাদ্রেতেই শেষ।
বিশ্বকর্মা আসবেন কাল
খাওয়া হবে বেশ।


দূর্গাদেবী আসবেন ভবে
চার দিনের তরে।
আনন্দে কাটাবে সবে
পেন্ডেলেতে ঘুরে।


একে একে কতো উৎসব
গেলো আর এলো।
ভাবছি আমি জীবন থেকে
একটি বছর গেলো।


১৬-০৯-২০১৭ ইং ;
৩০ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।