পান্ডিত্যে যে নাই তুলনা ওহে পন্ডিত পুত্র।
কোন বংশে জন্ম তোমার,কিবা তোমার গোত্র।
কোন জমির খাও অন্ন,কোনসে ঘাটের পানি।
কোনসে বাগের ফলফলারি খেয়ে হলে জ্ঞানী।
কোনসে কাঠের তৈরী তোমার খাট বিছানা যত।
তোমার গুণে বলিহারি পাগল করলে কতো ।
কোনসে থালায় আহার করো কিবা ধাতু তার।
তামা কাঁসা লোহা পিতল, সোনা কি সিলভার।
কোন সে নামের বস্ত্র পড়, কোনসে প্রসাধন।
রূপে গুণে মাতিয়ে আছো, ছুটলো হৃদয় মন ।
কতো মাটি পায়ের নীচে,কতো আকাশ মাথায়।
কোনবা দেশের শীতলবায়ু তোমার অঙ্গ জুড়ায়।
কোনসে দেশে ঘুরে বেড়াও, কোনসে ভাবনায়।
তোমায় কাছে পাবো বন্ধু কোনসে সাধনায়।
********