আজি প্রভাতে পূর্ব গগনে আলোকিত,
কুয়াশার চাদরে মুখ অবগুণ্ঠিত।
রক্তিম বর্ণের তার নব জামা গায়।
সৌন্দর্য দেখিয়া তায় কুয়াশা লুকায়।
হিমপিতা গিরিরাজ চাহিলো অবাকে।
মুনিঋষি সাম গান গাহিল সবাকে।
পাখিদল ডালে বসে লাগিলো গাহন।
ময়ূরেরা পাখা মেলে ধরিল নাচন।
ঝরনাধারা বহিতেছে কলকল রবে।
পর্বত শুনিছে গান রহিয়া নিরবে।
আকাশ রহিল তাঁর বাহু বাড়াইয়া।
রবিকে ধরিল নিজ বুকে জড়াইয়া।
অপরূপ লাবণ্য ভরাট মুখ খানি।
আমায় ডাকিছে রবি দিয়ে হাতছানি।


১-১-২০১৮ ইং ;
১৬ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।