জীবন এক জীবন্ত বহমান নদী,
কুলকুল করে চলে বাধা হীন যদি।
নদীতে বারোমাস ঝরে শ্রাবণ ধারা,
দুকূল ভাসিয়ে নেয় প্লাবনে দ্বারা।
কালে'র ছোবলে জীবনের উপাদান।
জীবন নদীতে সব হয় ভাসমান।
সুখ দুখ হাসি কান্না আরো যতো আছে,
নদী নেয় নিজ বক্ষে সব ধুয়ে মুছে।
দুঃখ কষ্টের যদি না থাকে বেশি ভর,
নদী জলে ভেসে যায় করে তরতর।
কষ্টের বুঝা যবে বিশাল ভারী হয়।
নদী বক্ষ কিনারে তা বাঁধা পড়ে রয়।
সে ভারে নদী বক্ষ গভীর ক্ষত হয়,
ধীরে ধীরে সে ক্ষত করে নদীর লয়।



১৬-১২-২০১৭ ইং ;
২৯ ই অগ্রহায়ণ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।