গগন হইলো কালো
দেখিতে দেখিতে।
থরথর গাছপালা
লাগিলো কাঁপিতে।
কৃষাণ ধাইলো বুঝি
গাভীর লাগিয়া ।
শিলাবৃষ্টি ঝড়ঝাপটা
উঠিলো গর্জিয়া।
ভারীভারী বৃষ্টিফোঁটা
পড়িলো ধরায়।
গাভীকূল নিয়ে কৃষাণ
খানিক দাঁড়ায়।
আচম্বিতে বৃক্ষএক
পড়িলো ভূমিতে।
কৃষাণের গৃহ টিন
লুটিলো জমিতে।
কৃষাণ দেখিয়া তাহা
করে হায়হায়।
কালবৈশাখী থাবা হতে
রক্ষা পাওয়া দায়।


রচনাকাল :-
৩০-০৩-২০১৮ ইং
১৫ চৈত্র,  ১৪২৪ বাংলা।
বড়হল্দী,কাঞ্চনপুর ;
উত্তর ত্রিপুরা।
ভারত।