কাউকে বলবে না কিন্তু
কখনো প্রারম্ভে-
কখনো সমাপ্তে থাকে।
আত্মবিশ্বাসের জোরে
বলে যায়, অতি গোপনে।
অটল,অটুট প্রতিজ্ঞায়
প্রতি উত্তর আসে, না
নির্ভয়ে থেকো,নিশ্চিন্তে
থেকো। টলবেনা তিল
পরিমাণও। ম্লান হয়ে যায়
প্রতিজ্ঞা। প্রথম জানানোর
ক্রেডিটটা তো চাই। বলে
দিলো পুনঃ প্রতিজ্ঞা করে।
কাউকে বলবে না কিন্তু।
কেউ বলেনি, কেউ বলবেনা,
সবাই জানে,সবাই বললো।
একটি কথা শুধু মাঝে
"কাউকে বলবে না কিন্তু"।


০৯-০৮-২০১৭ ইং ;
২৩ শ্রাবণ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।