মনে পড়ে কতো কথা
সেদিনের।
যে দিন ছিলো তিথি
মিলনের।
রাঙা পূর্ণিমার চাঁদ ছিলো
আকাশে।
বঁধুর কেশ দুলছিল
বাতাসে।
হালকা শীতের মৃদু
ঘায়ে।
পাতলা চাদর অঙ্গে
জড়ায়ে।
চলছে মিলনের তরে
পথে।
ফাগুনের চাঁদিনী সন্ধ্যা
রাতে।
কতো নব আনন্দে
উল্লাসিত।
নববধূ আজ
সুসজ্জিত।
প্রাণে ছট্ পট্
উচাটন।
কখন আসবে
শুভক্ষণ।
এলো সেথায় সব
সজ্জন।
ছিলো বিশাল
আয়োজন।
আসরও ছিলো
পরিপাটি।
পরিশেষে সব হলো
মাটি।
বিড়ম্বনা পথে
যতো।
লগ্নের সময় হলো
গতো।
বিফলে গেলো মিলন
চেষ্টা।
বঁধু হলো লগ্ন
ভ্রষ্টা।



১৮-০৯-২০১৭ ইং ;
১ লা আশ্বিন   ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।