দুপুর গড়িয়ে গেলেও
সাঁঝেরবাতি জ্বালতে
এখনো অনেক বাকি।
রজনীগন্ধার সুবাস মেখে
বধু তুলসী তলার আয়োজনে রত।
কালোধলো মেঘজাল
ছিন্নভিন্ন হচ্ছে নভোনীলে।
সূর্যের বিকিরণ গ্রাস হলো
ঘূর্ণিঝড়ের প্রকোপে।
গাঙ্গশালিক দলে দলে ছুটছে
নীড়ের দিশায়।
গৃহবধুরা আঁচল টেনে ছুটছে
মাঠে বাছুরের সন্ধানে।
এমনি তুমুল তান্তবে ধূলোময় ঘন বাতাসের
দাপটে কপাট ত্রস্ত
ঝনঝন শব্দে হাকছে,
ফিরে এসো,
ফিরে এসো গৃহবাসী।
বিকেলের শেষলগ্ন অবধি
জলতরঙ্গে রিমঝিম খেলে;
মুসলধারা ম্লানমুখ হলে,
মেঘঘটা ধীরে বিলীন হলো
তমসাচ্ছন্ন রাতে।
*****