আপন করে ছিলাম আমি
মেহের পুরের যতো।
স্টল হোটেল সিঁড়ি ক্যাবিন  
ডাক্তার নার্স কতো।


সেলাইন ইনজেকশন ঔষধ পথ্য
ফিজিওথেরাপি আর।
রোগের সাথে যুদ্ধ করলো
কয়েক হাজার বার।


রিপোর্ট গুলো ভালো দেখে
ডাক্তার দিলো ছেড়ে।
কপাল গুণে আবার মোরা
মাকে পেলাম ফিরে।


বিজ্ঞান এর কল্যাণে আজ
ঘরে ফিরে যাই।
মেহের পুরের আকাশ বাতাস
টা টা বাই বাই।



রচনাকাল :-
১৯-০৩-২০১৮ ইং
চৈত্র,  ১৪২৪ বাংলা।
ভ্যালী নার্সিংহোম, শিলচড়।
ভারত।