পূজো আসছে, তাই
ঘরে ঘরে ছিলো ব্যাপক
আয়োজন। আড়ম্বর ছিলো
প্যান্ডেলে প্যান্ডেলে।রাস্তা ঘাট ;
দোকানপাট,এমনকি
অফিস-আদালতে তার
ছোঁয়া লেগেছিল। বাড়ীর
নবজাত শিশু থেকে শুরু
করে প্রবীণ সবাই নতুন বস্ত্রে
সুসজ্জিত হয়ে সদলবলে
হৈ হৈ করে কাটিয়ে ছিলো
মন্ডপে মন্ডপে প্রতিমা
দর্শনে। কেমন যেন
মন্ত্রমুগ্ধের মতো কেটেছে
দিনগুলো,আবার ম্যাজিকের
মতো শেষ হয়ে গেলো।
আজ সর্বত্র নীরব।
ঝিমুনি ধরে গেছে শহর
আর শহরবাসীর।মনে
হয় যেন সত্যিই এক
আদুরে মেয়েকে তার
পরিবার প্রথম বিদায়
দিলো তার নতুন
শ্বশুরালয়ের উদ্দেশ্যে।



০১-১০-২০১৭ ইং ;
১৪ ই আশ্বিন ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।