আমার      একাকী জীবনপথে
              সখের সখি তুমি
             ওগো মোর কবিতা।
আমার      হিয়ার মাঝে
              লুকানো ব্যথা ;
              মনেরগহনের আকুলতা
              আর যা আছে
              দিলাম তোমায়
              সবি তা ;
              ওগো মোর কবিতা।
আমি        লোকের আড়ালে
              আঁধারের কোনে বসে
              করেছি কতই অশ্রু বিসর্জন।
              মনের গোপন কথাটি সখী
              বলিতে পারিনিকো ;
             পাইনি কোন সুজন।
তাই         চলেছিলেম জানাঅজানার পথে
              বহুদূর একাএকা।
              দিনের অবসানে সন্ধ্যাবেলায়
              পেয়েছি তোমার দেখা।
তুমি         আমার পূজা ওগো ;
              তুমি যে সাধনা।
              প্রতিদিন প্রভাতে জেগেই
              করি তোমার  বন্দনা।


১১-০৫-২০১৭ ইং
২৭ শে বৈশাখ ১৪২৪ বাং,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।