চারি দিকটা ভীষণ বর্ণহীন আজ,
দাঙ্গা, হাঙ্গামা,হিংসা, নাহি কোনো লাজ।
আমায় তুমি ছোট্ট তুলি দাওনা এনে,
আঁকবো প্রেমেরই ছবি তুলির টানে।
আমায় তুমি দাওনা রং এক কণা।
রাঙ্গিয়ে নেবো তব প্রেমের প্রতিকোনা।
আমায় ছোটো এক টুকু কাগজ দাও।
ছবি আঁকি আমি তাতে, তুমি দেখে নাও।
আমায় তুমি দাও শান্তির পরিবেশ।
প্রেমের ও রঙ্গের করবো সমাবেশ।
আমায় সঙ্গ দিতে পার কী আজ তুমি।
তোমায় দেখেই ছবি আঁকবো যে আমি।
বসি পাশাপাশি দুজনায় কিছুকাল।
চলো বুনি এক অনন্য প্রেমের জাল।


২৩-১২-২০১৭ ইং ;
৭ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।