সরস্বতী পূজো কাল,ছাত্রছাত্রীদের
মনে অদম্য উৎফুল্ল। সবাই ব্যস্তসমস্ত,
যারযার প্রতিভা বিকাশে সচেষ্ট। ঝাড়
থেকে বাঁশ কাটা থেকে শুরু করে তারা
বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করা,
কোনো কাজেই পিছিয়ে যায় নি।


কয়েক দলে বিভক্ত হয়ে কাজ করছে,
কেউ মণ্ডপ তৈরি করছে, কেউ সব্জী
কাটছে, কেউ খৈ বাছছে, চিঠি বিলি,
হান্ডি-পাতিল, ঠাকুরের বাসন মাজছে।
হাট-বাজার,দেবী প্রতিমা আনয়ন কতো কি।
আবার কেউ বসে কর্ম নয়,শুধু গল্প করছে।


আমার জীবনের মধ্যে পাঁচবছর এই পূজা
অমিট হয়ে গেছিলো। বড় বেদনাময় ছিলো
এই দিনগুলো। যাক্, ছেলেমেয়েরা আনন্দে মেতে উঠলো বাণী বন্দনায়। মা বাগদেবী
যেন সহায় হোন তাদের আনন্দে যেন সামিল
হোন,সবার পড়াশোনায় যাতে মতি থাকে।


রচনাকাল :-
২১-০১-২০১৮ ইং
৭ মাঘ, ১৪২৪ বাংলা।
ধর্মনগর;উত্তর ত্রিপুরা।
ভারত।