কতো স্বপ্ন দেখি
দিবানিশি নিঃসঙ্গ
নিরালায়। স্বপ্নের মালা
গেঁথেছি পূজার তরে।
ছিঁড়ে গেলো সে মালা।
দমকা হাওয়ার প্রবল
দাপটে উড়ে গেলো সব
পেজা তুলোর মতো।
এলোমেলো স্বপ্ন গুলোকে
নিঃশব্দে সংবদ্ধ করেছি
পুনঃ। নির্লিপ্ত খোলা চোখে
দেখছি, আবারো এক
রঙ্গিন দিনের স্বপ্ন।


০২-০৮-২০১৭ ইং ;
১৬ শ্রাবণ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।