জ্ঞান, ক্ষমতা, দক্ষতার
বিপুল বৈভব ধরনির বুকে সমাহিত।
সৃষ্টির অন্যতম সৃষ্টি মানুষ,
কেবলমাত্র তা আত্মীকরণের যোগ্য।
তবে তার নমুনা পৃথক।
কেউ উত্তরাধিকার সূত্রে;
কেউ ছলে, কেউ বাহুবলে।
কেউবা ভাগ্য বলে।
আবার কেউ বহু ক্লেশে নানান
ঘাটের জল পাণ করে তার
কোন কোনটি অর্জন করেছে।
এই জল পাণ করা শ্রেণি যতটা
না উপরে পা বাড়িয়েছে,
একশ্রেণীর অপত্য ততোটা
পেছনে দিকে টেনে ধরেছে।
সমালোচিত, তির্যক বাক্যে
আহত, কৈফিয়ত করণ,
শাসন, শোষণ এর সম্মুখীন
হয়েছে চিরকাল। আজও
একই ধারা পরম্পরায় চলছে।
তবে লক্ষ্য যদি স্থির হয়,সংকল্প
যদি দৃঢ় হয়,গতি যদি চলমান হয়,
তবে সব বাঁধা পথে কাদা  হয়ে
অচিরে পথেই শুকাবে।


রচনাকাল :-
২৬-০৪-২০১৮ ইং
১২ ই বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।