সাদা সাদা ফুলের মাঝে
গেরুয়ার রেশ।
ঝরে পড়ো শিউলি গো
যবে রাতি শেষ।
দিবাকরের আলোক রেখা
ম্লান হয়ে যায়।
তোমার মুদিত নয়ন
তাই শুধু চায়।
সুবাসে মুখরিত কর
সন্ধি ক্ষণে।
তব ঘ্রানে আকুলিয়া
কে আসে মোর মনে।
সারা নিশি আকাশ-বাতাস
হয় মুখরিত।
আমি একেলা জেগে তায়
হই বিমোহিত।
পূর্ব গগনে উঁকি দেয়
রাতের শেষে রবি।
শিউলির মালা গেঁথেছি কখন
কি জানি কি ভাবি।
এ মালা যাবে গো শুকায়ে
অরুণ আলোর তেজে।
সম্বিত ফিরে নিয়েছি লুকায়ে
আপনা আপনি লাজে।



১৪-০৯-২০১৭ ইং ;
২৮ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।