সমব্যথী শুধু বুঝে
ব্যথীর কথা।
সুখীলোকে ভিড়ে কেবল
সেথায় অযথা।


কোথাও না কোথাও তারা
ব্যথারই কারণ।
বিষয়ান্তরে ছোটে তারা
ঢাকনের তারণ।


সমব্যথী সদা পাশে
দেয় সুসান্ত্বনা।
ধৈর্য্য ধর মুক্ত হবে
সকল যন্ত্রণা।



রচনাকাল :-
১৪-০৪-২০১৮ ইং
৩০ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।