ভাদ্র মাসের তাল নবমী
শ্রী শ্রী ঠাকুরের জন্ম।
ভক্ত বৃন্দ ঠাকুর সেবায়
করছে যার যার কর্ম।


বাজছে কাসর,বাজছে শাঁখ
বাজছে নানা বাদ্য।
তালের পিঠে, খিচুড়ি পায়েস
বনছে নানা খাদ্য।


ভক্ত গন সাদা পায়জামা
পাঞ্জাবী আর ধুতি।
লালপেড়ে শাড়ী পড়ে
মায়েরা গাইছেন গীতি।


ধূপ দীপ পুষ্পে গন্ধে
ঠাকুর প্রাঙ্গণ মোহিত।
ভক্ত,ভক্তি, দর্শনে-শ্রবণে
মন্দির আজ শোভিত।।


৩০-০৮-২০১৭ ইং ;
১৩ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।


          ------