ঘুরে ফিরে এলো আবার এপ্রিল,
তোমার জন্মমাস।
গেলো বছর ভুলে গেছি ছয় এপ্রিল,
বিনা অভিনন্দনেই কাটালে জন্মদিন।
অভিমান হয়েছিলো তোমার।
হওয়াটাই স্বাভাবিক।
অথচ তোমার চল্লিশ জন্মদিন গেলো
আমার অভিনন্দন ছাড়াই,
কৈ তাতে জীবনের কোন
ফারাক তো পড়েনি।
ঠিক ভুলিনি আমি।
একটু খামখেয়ালি ছিলো আমার।
তা হাড়েহাড়ে টের পেয়েছি।
খেসারত দিয়েছি অনেক।
খেয়ালীপনা অশ্রুবিন্দু হয়ে ঝরেছে ।
তারপর শুরু হলো দিনগোনা।
হিসাব রেখেছি লিখে।
যদি আবার পুনরাবৃত্তি হয়।
এবারো যদি মিস্ করে ফেলি।
আমার চেতন অবচেতন মন জুড়ে
শুধু একই বার্তা,
ছয় এপ্রিল,
তোমার জন্ম দিন।



রচনাকাল :-
০২-০৪-২০১৮ ইং
১৮ চৈত্র,  ১৪২৪ বাংলা,
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।
ভারত।