কেমনে তুমি
         করিবে আমার
ওজন-মূল্যায়ন।


যখন তখন
        কাঠগড়ায়
করাও দণ্ডায়ন।


তোমার বাগানে
        চির বসন্ত
আমার বাগানে খরা।


কনক বিছানো
        পন্থ তোমারি
আমার কাঁটায় ভরা।


তোমার শয্যায়
         ফুলের পাপড়ি
আমার শুকনো ঘাম।


তোমার শত
      নাম ডাক
আমার বদনাম।


যেসব কাজে
         তুমার জুটে
দামী পুরষ্কার।


তার চেয়েও
        অধিক কাজে
পাই তিরস্কার।


তুমি হলে
    সোহাগ সখী
রাজার তরে রানী।


আমি হলাম
    কাজেরকাজি
চ্যাং মুড়ি কানি।


১৭-০৯-২০১৭ ইং ;
৩১ ই ভাদ্র  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।