এবার তুমি আসবে ফিরে
মা জননীর ক্রোড়ে।
প্রতিক্ষায় রত মাতা
নিশিদিন  ধরে।
দিনের পর রাত আসে
রাতের পর দিন।
অবশেষে এলো তোমার
ঘরে ফেরার দিন।
জন্মভূমি ডাকছে তোমায়
এসো ঘরের ছেলে।
ঘর বলে পূর্ণ হবো
তোমায় ঘরে পেলে।
তোমার ঐ বিছানাটা
তাকিয়ে আছে পথে।
নিঃসঙ্গ আর রবে না সে
তুমি রবে সাথে।
আলমারিতে তোমার কাপড়
পড়ে আছে হেলায়।
আশায় রইলো আসলে তুমি
পড়বে পুনরায়।
তোমায় যে খুঁজছে কতো
তোমার খাবারের থাল।
কখন খাবে গরম ভাতে
আলু সেদ্ধ ডাল।
তোমার ব্যবহার্য যতো
ঘরে আছে আরো,
তোমায় দেখবে বলে
পাগল হলো তারাও।
ডাকছে তোমায় আকাশ বাতাস
ডাকছে ঘরের মাটি।
আর কতোকাল রবে দূরে
ফিরে এসো বাটি।
কতদিন পর আসবে ঘরে
আনন্দে না ধরে।
পথের পানে চেয়ে মায়ের
পলক নাহি পড়ে।


২৫-১২-২০১৭ ইং ;
৯ পৌষ ; ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর  
   ভারত।