হে ভারত জননী।
উঠো, জাগো, অস্ত্র তোলো।
তোমার ভূস্বর্গের ভূ
কাঁপছে  দেখো থরথর ।
বীর শহীদের নবীন রক্তে
রাঙ্গালো তোমার সবুজ গালিচা ?
শিশুর শৈশব ,
পিতার সোহাগ ছিনিয়ে নিলো কতো।
ঘরেঘরে মায়ের অশ্রুধারা
পিতার আর্তনাদ..
ভ্রাতা-ভগ্নির কান্নার রোল
তোমার আকাশে বাতাসে
ধ্বনিছে মুহুর্মুহু।
নারীর সিথের সিঁদুর বিবর্ণ,
এলোকেশে ধরাতে লুটায়।
তুমি সদ্য টগবগে রক্তে স্নাত ।
ললাটে তোমার রক্ত টিকা
অনেক প্রাণের রক্তে।
তোমায় কোটি সন্তানের জয়ধ্বনি
ঢেউ তুলেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী।
হে ভারত জননী, জাগো এবার।
ঘুমিয়ে থেকো না আর।
উঠো, জাগো, অস্ত্র তোলো।