দেখেছ কি কখনও এ শান্ত স্নিগ্ধ ভোরের খেলা ,
দেখেছ কি কোনদিন ঝরে পড়া আলোর মেলা ।।
সূর্যের জ্যোতি থেকে চাঁদের স্নিগ্ধতা ,
বয়ে চলা শীতল বায়ুর মুগ্ধতা ,
মাঝখানে শুধুই আমি ....
আর পারাপারের ইতিহাস ঠাসা পুঁথি দামি দামি ।।


শুনে দেখ , সে পায়ের শব্দ এগিয়ে আসে
সময়ের সাথে নিয়ে যাবে সব,যখন যাকে সে ভালোবাসে ।।
একদিন তুমি , আমি থাকব না আর
নাটকের পর্দা নেমে আসবে সবার ,
বিচারকের সামনে দাঁড়িয়ে থাকবে সূক্ষ্ম শরীর
আর বাকি যা , চিতার আগুনে বা কবরের তলায়
হবে বিলীন ।।


মনের গভীরে রয়ে যাবে কিছু স্মৃতি ,
চোখের মোহনায় বয়ে যাবে কিছু সাগর ধারা ,
নতুন ভাবে , নতুন নামে ফুটবে আলো ,
মুছে যাবে জীর্ণ পুরাতন , বেঁচে থাকবে সকল ভাল ।।


আমিও থাকব , তুমিও থাকবে , থাকবে পুরো পৃথিবী
আলোয় ভরা আকাশ , বয়ে চলা স্নিগ্ধ বাতাস
আনন্দময় জীবন , যৌবনের কোলাহল ;
থাকবে মৃত্যুর কান্না , থাকবে চোখের জল
আর মাঝখানে শুধুই আমি ....
বিকেলের সূর্য হয়ে , চারকাঁধে নীরবে ঘুমিয়ে
আগামীর দোরগোড়া ছেড়ে , যাত্রা আগামীর পথে ...
দেখেছ কি কখনও এ শান্ত স্নিগ্ধ ভোরের খেলা ,
দেখেছ কি কোনদিন ঝরে পড়া আলোর মেলা ।।