আমি বেশ ভালই রয়েছি এখানে
একা একা স্বাধীন ভাবে কাটিয়ে দি সকালে বিকালে ,
নেই কোন প্রভাত বার্তা ,
নেই কোন বিকালের গান ,
স্বপ্নে স্বপ্নে নিজের মত গড়ে চলি নিজের ভুবন ।।
ওরা বলে , ছাড়ল কেন তোকে ?
আমি বলি , দেখতে পাও না চোখে
শুধু দূরে দূরে সরে গেছি ব্যাস ;
ছেড়ে দিলে ভুলে যেত এতদিনে ।।
যাও গিয়ে জিজ্ঞেস করেই দেখ না ওকে
এতদিনে একটুও কি ভুলতে পেরেছে আমাকে ?
ভুলতে কি পেরেছে সেদিনের ভালোবাসার স্লোগান?
ভুলতে কি পেরেছে সেদিনের চড়ুইভাতির গান ?
জিজ্ঞেস করেই দেখ ওকে
ভুলতে কি পেরেছে আমাদের সেই স্বপ্নগুলোকে ?
ভুলতে কি পেরেছে সেই ফেলে আসা দিনগুলোকে ?


যদি ভুলেই যেত তবে কেন ডাকত আবার ?
যদি ভুলেই যেত তবে কেন ওর বুকে এত হাহাকার ?
কেন কাছে আসার এত পাগলামি তার ?
কেন তবে এ হাতে হাত রাখতে চায় সে আবার ?


ঐ রক্তিম টিকা বদলে দেয় পরিচয়,
বদলায় না জীবনের নেশা
আমাদের ভালোবাসা বেঁচে থাকবে ;
যতদিন দুনিয়ায় থাকবে একটিও প্রানের আশা ।।