তুমি বলছো , তুমি পাগল
কিন্তু কার জন্য জানতে পারি ?
তুমি বলছো , তুমি অসভ্য
কিন্তু সভ্য কাদের বলতে পারি ?
তুমি বলছো , আমরা পরিচয়হীন দুটি শরীর
তুমি বলছো ,  চিনতে নাকি তোমায়
এখনও অনেক বাকি ।।
আচ্ছা আর একটু বলবে আমায় ,
এক পলকের দেখায় কি সব ঠিক হয়ে যায় ?
শরীরের ভাষা কি ঠকিয়ে যায় না কোনদিন !
তুমিই তো বলতে , সময়ের সাথে সাথে আমরা
চিনে নিই একে অপরকে , ধীরে ধীরে
সারাটা জীবন ধরে ।।
তুমিই তো বলতে , এত দুঃসাহসের পরেও
আমায় ভুলতে পারবে না কোনদিন ।।
সত্যি তুমি ব্যতিক্রমী , আর তাই তো
মনের হাজার ইচ্ছা চেপে রেখে দিতে পারো ,
নিমেষে পারি দিতে পারো , দেশান্তরের পথে ।।
সত্যি তুমি ব্যতিক্রমী , আর তাই তো
ভুলতে গিয়েও ভোলা গেল না তোমাকে ।।
ভীত এ মনও আটকাতে পারি নি তাই তো ,
তোমায় বলতে মনের কথাগুলো ।।
সত্যিই তুমি সুন্দরী , সত্যি স্বার্থক এই সৌন্দর্য
নাম থেকে গুনে ।।
আফসোস একটাই , এ সৌন্দর্যের সাথী হয়ে
চলা হল না এ জীবনে ।।
সকালের চাতক পাখি মনে পড়ে ?
সেই আশা নিয়ে দরজার বাইরে বসে আছি ,
মনের দরজা খুলে দেখো একবার
সময়কে সাথে নিয়ে ঝোলা কাঁধে আজও
অপেক্ষা করছি ।।
সত্যি তুমি ব্যতিক্রমী , আর তাই তো
এ সব বুঝেও সরিয়ে রেখেছো নিজেকে ,
নিজের মনের ইচছা থেকে ।।


তুমি বলছো , তুমি পাগল
কিন্তু কার জন্য জানতে পারি ?