এ দেশের জন্য মানুষ , নাকি মানুষের জন্য দেশ
প্রশ্নটা তখনও থামতে পারেনি , হাওয়ায় হাওয়ায়
যখন আবার স্লোগান দিতে দিতে ক্লান্ত পা এগিয়ে চললো
রাজ্যের মানুষের রাজ্যের সীমায় হোক সংরক্ষণ অবশেষ ।।
বসন্তের কোকিলের ডাক শুনতে পেলাম এই বর্ষার বিকেলে
কেমন একটা নস্টালজিক করে দিয়ে গেল ;
অসময়ের গানে মন ভরে দিলেও,বসন্ত বিলাপই ছেড়ে গেল ।।
যাযাবর পাখিরা আর ফিরবে না হয়ত এরপর কোনদিন
পৃথিবীর এ কোন থেকে ওই কোনে ,
মোদো মাতালি গন্ধে কলম ধরবে না কেউ
ঘরের ছেলে ঘরেই ফিরে এলে ।।
আমি ভালবেসেছি যাকে সে থাকে ওপাশে ,
দূরত্ব যত ঘুচে গেছে সব ; আর ফিরবে না সে দিনগুলো
কাছে যাওয়ার , একটু ছোঁয়ার পাওয়ার জন্য
সেই অক্লান্ত পরিশ্রম ।।
তবু , ওরা চাইবে , হোক অনুপ্রবেশ নিষিদ্ধ
পাশের রাজ্য থেকে আসবে না কেউ
বাণিজ্যের নগরে জলে মিশবে না ঢেউ ,
শুধু সংরক্ষিত হয়ে থাকুক , কচি খোকার দল ---
সেবা করবে শুধু আমার ,
ভাঁড় মে যায় দেশ আপনার ---
বন্দর নগরী , বাণিজ্যের নগরী আজ আন্দোলনে তাই
পথে পথে স্লোগান বুকে চলচিত্র এক ।।