আমার এ লেখা তৎকালীন দীপা কর্মকারের ক্ষমা প্রার্থনা বিরুদ্ধে এক প্রতিবাদ হিসাবে লেখা হয়েছিল।


পদক হীন এক ক্ষুদ্র সংস্কৃতির পতাকা ,
মাথা উঁচু করে তবু উড়ে চলেছে  
দিন থেকে রাত ।
কত ঘাম ঝরা পরিশ্রম , ক্লান্তিহীন প্রস্তুতি
আর এক বিশাল সম্মেলন এর ঘাঁটি ।
জীবনে প্রথম রাত জেগে থাকা  ,
একশত পঁচিশ কোটি চোখ , তোমার প্রতীক্ষায় ।
রাত পোহালে স্বাধীনতা , আর ঠিক এক রাত
আগে এভাবে এত ভিড় , ধরা পরে নি
পূর্বে কোনোদিন, কখনো ।
আজ শুধু তোমারই জন্য , ভেসে গেছে চোখ ,
সোনা , রূপো এ সব কিছু তোমার কাছে মূল্যহীন ,
তুমি অমূল্য , দীপাবলির দীপা ,
আমাদের অহংকার ।
খারাপ লাগে ,যখন এত কষ্টের দাম
কিছু ক্ষমা ভিক্ষার মধ্যে সীমাবদ্ধ থেকে যায় ,
কিছু মূর্খ , লোভী , নির্বোধের আখাড়ায় ।
তবু,
পদক হীন এক ক্ষুদ্র সংস্কৃতির পতাকা ,
তোমারই হাত ধরে মাথা উঁচু করে
উড়ে চলেছে দিন থেকে রাত ।