আজ ষোলোই এপ্রিল ,
খুব জরুরি একটা দিন , তোমার আমার জীবনে ...
গরমের বিকেল , সূর্যটা তখনও ডুব দেয়নি আকাশে ,
মৃদু হাওয়ায় আনন্দের ছোঁয়া জীবনে আমার
দীর্ঘ দিনের প্রতীক্ষা আজ স্বার্থক ।।
মনে আছে সেই কাঁচের দড়ির গল্পটা ;
দড়ির ওপর আটকে থাকা কাঁচ হোক কিংবা
কাঁচের সুতোয় তৈরি একটা দড়ি ....
মন তো মজেছে ওতেই আর তারই শেষ খণ্ডটা
খুলে রেখেদিলে আজ একটি অসমাপ্ত প্রশ্নে ,
সেই মেয়েটি আমি নয় তো ?
কি বলি এবার তোমায় !! সত্যি বলতে
বড় ভয় হয় , যদি সব শেষ হয়ে যায় !!
আর যদি না বলি আজ এমন অবস্থায় ,
বিনা সুযোগেই হারাব যে তোমায় ...
কি বলি এবার তোমায় ?
যাই হোক , সেদিন সত্য গোপন রাখতে পারি নি
আর সেদিন এও ভাবিনি , একদিন সত্যি আসবে
যেদিন সব অতীত ভুলে , নিজের চোখের জলে
ঠাঁই দেবে তুমি আমায় ।।
বিকেলের ওই কিছুক্ষন , প্রাণ ছটফট করে
সূর্য ডুবে যায় , কাজের পাখিরা ফেরে নিজের ঠিকানায়
তবু কথা যেন না থামে ।।
তোমার অতীত বড়ই ভয়ংকর , সদ্য ভালোবাসা হারিয়ে
আমাকে অবলম্বন করেছ এবার ;
যদিও আমি তোমার অতীতের গল্প শুনতে চাইনি ,
তবু বলে গেছ , তোমার সমস্ত কথা , পরিবারের ব্যাখ্যা
আর তার থেকেও বাস্তব জাত পাতে মোড়া
তোমার সংসার ।।
তুমি ব্রাহ্মণের মেয়ে , আমি পাতি শুদ্র ওদের কাছে
আমাদের কি মিলন হতে আছে ??
কি পাগল না আমরা যারা , শুধু মানুষ পরিচয়
বুকে বয়ে বেড়াই !
ওরা তার থেকেও বড় পরিচয় লেখে ,
জাতের নামে , ধর্মের নামে ওদের দোহাই ।।
তবু তো ভালোবাসা , অন্ধ একপ্রকার ;
তাই বুঝি তুমি বারবার বলতে কথা পালাবার ...
সব ছাড়িয়ে , সব হারিয়ে
শুধু আমার কাছে আসতে চেয়েছ কতবার ।।
না , আসতে দিইনি সেদিন ,
আমার কথায় , সুখী কোন সংসারে
বাবা মা র আশীর্বাদ প্রচন্ড দরকার ।।
গোঁসা করেছ , তোমার মুখ ভার , কথা বন্ধ কতদিন
আমিও কি সেদিন কম কষ্টে ভুগেছি ,
তোমার একটি কথা শোনার জন্য , ভেবে দেখ
কত নিচে নেমেছি ।।
আজ সাতই মে , আর চারদিন বাকি
তোমার জন্মদিন ...
আর তিনদিন পড়ে আমার স্বপ্ন দাঁড়িয়ে
প্রথম চাকরির স্বাদ চেখে দেখব জীবনে ।।
পরীক্ষা কত যে দিয়েছি আগে , হিসাব হীন
জয়েনিং লেটার হাতে আজ মনে হচ্ছে ,
আমি স্বাধীন ...
তবে , ভাগ্যে থাকলে তো !!
ভাবছ , এত সহজে এখানে গল্প লেখা হয়ে যাবে ,
প্রথম শিখলাম ভালবাসতে গেলেও জীবনে
ভালবাসার পরীক্ষা দিতে হবে , আদেশ তোমার ।।


ক্রমশ :-