এ বিশাল মহাবিশ্বের অভ্যন্তরে
কিছু ক্ষুদ্র গোলক হিংস্র আঘাতে মরে ,
কক্ষচ্যুত সমাজ , ভ্রাম্যমাণ পাতের মত অস্থির
সংস্কৃতির বুকে গেঁথে আছে রক্ত মাথা তীর ,
যেন কোন ভূকম্পনের ইঙ্গিত ।।


জলের মত সরলতায় ঠাসা কিছু মুখ
কালকের ওই উচ্ছৃঙ্খল সুখ ,
আজ আছড়ে পড়ে জীবনের তটে সুনামি হয়ে
ডুবে যাওয়া ভূখণ্ড দেখে চেয়ে চেয়ে ,
ওদের মুখোশের আড়ালের দুটি মুখ ।।


খসে পড়ে যায় কত তারা অকাল বর্ষণে
আগুন লেগেছে বুকে নিজেদেরই উত্তপ্ত ঘর্ষণে ,
প্রকৃতির বুক চিরে প্রকৃতি বানিয়েছি
জঙ্গলের অধিকার কেড়ে বসতি সাজিয়েছি ,
তবু আবার ফিরে এসেছি প্রকৃতিরই সন্ধানে ।।


হায় রে ! উন্নতির শিখরে ধ্বজা উড়িয়ে
আমরা আজ আধুনিক শপথ বুকে জড়িয়ে ,
রক্ত গঙ্গা জলে অভিষেক করি শক্তি
বিশ্বকর্মা বিধাতার রক্ষায় পরিচিত আমাদের ভক্তি,
আর ওদিকে গ্রহণ লেগেছে উদিত সূর্যের অন্তরে ।।