অভয় দিচ্ছে নির্ভয়া , সাহস দিচ্ছে
মেয়েদের নতুন করে জাগিয়ে তুলেছে নির্ভয়া ,
কঠিন এক অপরাধের দৃষ্টান্ত তুলে ধরছে ।।
চার বছর আগের সেই রাত ;
চলন্ত বাসে জোর করে লুটে যাওয়া ইজ্জত ;
অসভ্য সমাজের এক প্রতীক ;
পুরুষ মনের নির্লজ্জ একটা দিক ;
কিছু মিছিল , কিছু ক্ষোভ
সর্বোচ্চ আইনের কাছে
সাধারণের একটি অভিযোগ ....
অবশেষে ঠান্ডা হয়ে গেল
ফাঁসির সাজা ফাঁসির দড়ি হয়ে ঝুলে গেল
জয়-উল্লাসের পথে ।।


সত্যি কি কাহিনী তাই ?
আজ কি সত্যি আর কোন নির্ভয়া নেই
নিভে গেছে মোমবাতি গুলো
যারা চার চারটে বছর একই ভাবে জ্বলছিল
একটা নির্ভয়ার ইনসাফের জন্য ।।


কিন্তু ঠিক তার পর
একই ঘটনা আবার ....
কই আজ তো কেউ এল না !!
একটা দেশলাইও তো জ্বললো না !!
সেদিনকার সে গর্জন কি শুধুই একজনের প্রতি ??


আগুন বোধহয় নিভে গেছে এক নির্ভয়ার চিতায়
পাশের গলির নির্ভয়াদের  তাই বোধহয়
অন্ধকারেই ধর্ষক এ পথ হাতড়াতে হয় !!