হাজার হাজার নদীর ভিড়ে , ওই শুকনো
নদীটির একটা ছোট্ট জলের কনা একদিন
খুঁজে নেয় মোহনা ।।
বন , জঙ্গলের গাছের ডাল পাতার তলায়
পায়ে ডলে যাওয়া ঘাসের গোড়াটিও
বেঁচে ওঠে মাটির রসে শেষবার ।।
পৃথিবীর ইতিহাসে একটি হাত সবসময় চাই
জীবন বাঁচানোর কঠিন পরীক্ষার জন্য ,
একটি চোখ অবশ্যই চাই
ভালোবাসা চিনে নেওয়ার জন্য ।।
একটি মুখ অবশ্যই চাই মিষ্ট চুম্বনে
পাগল হয়ে তিক্ততা ভুলে থাকার জন্য ,
একটি শরীর অবশ্যই চাই জীবনে
জীবন চালানোর জন্য ,
একটি শরীর অবশ্যই চাই জীবনে
জীবন প্রদানের জন্য ।।