জীবনের শেষে কেবল একটি বার ফিরে তাকাও,
এ জীবন যদি বৃথা যায় তবে পেলাম কী আমি ?
এ গর্ভেধারণী নয়,এই আমার মাতৃ ভূমির চরণ তলে ?
বৃথা জীবন নয় ,
বৃথা এই ভূবণ  ।
কে তুমি ?
মানুষ ।
হ্যাঁ , আমি বিশ্বসংসারে এক নগণ্য আস্তে আস্তে চলা পিপড়ের ন্যায় ক্ষুদ্রবিন্দু ।
তবু হে হৃদয় মন নয় বৃথা তবে ,
অঞ্জলি দিয়া পূজিনু মা তোমারে ।
নগণ্য হইলে তবু থাকিব এ বিশ্বসংসারে ।
তুমি ধন্য ,
তুমি ধন্য হে ধন্য ,
থাকিব তোমার চরণ তলে ।