জীবনের উদ্দেশ্যটা হয়তো বাস্তব ,
বাস্তবকে ঘিরে গড়ে ওঠে জীবন ।
জীবনটা যদি খাঁচায় বন্দি হয়ে যায়,
বাস্তব তার পথ হারায় ।
নীল মদের গ্লাসে যদি একবার হাত চলে যায়,
এই জীবনটা ছিন্ন হয়ে যায় ।
জীবনটা বাস্তবকে ঘিরে বেঁচে আছে,
নয়তো বিছিন্ন হয়ে গেছে ।