সেদিন কলেজে তোমায় প্রথম দেখেছিলাম আমি,
বাদামি মুখোমন্ডলটা ভেসে উঠেছিল চোখের সামনে ।
জ্বল জ্বল করছিল ছোট্ট একটা স্মৃতি ,
স্টেশন চত্বরে যেন আমি তোমায় খুঁজে পেয়েছিলাম ।
খুঁজে পেয়েছিলাম ছোট্ট একটা হাসি,
সেদিন হাসার সঙ্গে ম্লান হয়েছিল অতীতের যতসব স্মৃতি ।
ট্রেন আসার ঝম ঝম শব্দও নিরব হয়েছিল সেদিন ।
অনেক ভিড়ের মধ্যেও যেন তোমার হাসি ভেসে আসছিল ।
ভেসে আসছিল কল্পনার যতসব ভাবনা,
আজ সব কিছু নিরব,
নিরব যেন বসন্তের পাখিও ।  
জানিনা কেনো তবু তোমার স্মৃতি আজও ভেসে আসে পশ্চিমা বাতাসের সাথে ।
আজ আমার কাছে সমস্ত জগতটা যেন কল্পনার হয়েছে,
হয়তো তুমিও..