কোনো এক দুপুর বেলা শুনলাম এক ভিক্ষুকের আর্তনাদ  !
প্রাণপনে এক করুণ চিৎকার ..
ছেঁড়া ন্যাকড়ায় আচ্ছন্ন এক শরীর !
সে হয়তো আমাদের মত-ই মানব
তবু কষ্টের এক একটা সাক্ষী বহন করছে তার জীর্ণ রক্তাক্ত দেহ !
বিভীশিখাময় রক্তের মিছিল !
কোনো এক শয়তান তার হুঙ্কার বোঝানোর জন্য আঘাত করেছিলো তার ধারালো অস্ত্র দিয়ে  ।
হয়তো সেই রাতটা স্টেশনের কোনো এক নির্জন রাত ছিলো !
তবু আজ কেউ তার পাত্রে তুলেদেয় না দুই এক টাকা !


অট্টহেসে কেউ ব্যঙ্গ করে..
অসহায় ভিক্ষুককে ,কেউ বুঝলো নারে !
জীবনকে  সবাই সাজাতে চায় ..
আজ সেই ভিক্ষুকের প্রাণ যায় !