শিশির ভেজা অনেক রাত ,
তার মধ্যে কোনো একটা রাত খুব প্রিয় ছিলো আমার ।
গোলাপ নিয়ে অনেক খেলা ,
তার মধ্যেই তুমি ছিলে সুসমিতা ।
তোমার কি মনে নেই ?
ভালোবাসার প্রতিটি অক্ষরে অক্ষরে লিখেছিলাম তোমার নাম ,
তোমার আবেগ প্রবণ ভাষাও আমার মনে আছে ,
তুমি কি জান ?
তুমি হয়তো জানোনা !
কত বসন্ত বা শীতের রাত কাটিয়েছি একসঙ্গে  ,
তবু কষ্ট হয় সুসমিতা অনেক ! অনেক ! অনেক !
তুমি নেই বলে আজ একাকি আমি ।
কত বসন্ত আবার গেছে , কতো গেছে শীত ,
আজ মনেহয় বর্ষার রাত গুলো বর্তমান হয়েও অতীত ।
কল্পনাপ্রসুত আমার ভাবনা আকাশ ছুঁতে চাই ,
তুমি নেই বলে আজ কল্পনার যতসব ভাবনা একবারে ক্ষীণ মনেহয় ।