আমি ক্লান্ত এক ,
এ জগতের বাস্তবটা অন্যরকম ,
আমার কষ্টের এক একটা সাক্ষী বহন করছে ,
আমার বিভীশিখাময় জীর্ণ রূপ ।
তোমরা তো অনেক বড়ো ,
তাই আমরা পড়ে থাকি তোমাদের পায়ের নিচে ।
আমরা তো গরিব !
তাই ভুলের কোনো ক্ষমা নেই ।
সব থেকে বড়ো কথা আমরা সাধারণ ।
আমরা ভুল করলে তোমাদের মতো বড়ো মানবেরা পাগল বা মাথামোটা বলে ডাকো ,
কারণ আমরা গরিব ও সাধারণ ।
তোমরা থাকো অট্টালিকায় ,
আর তোমাদের স্বপ্নের মহল গরিব মানুষের ছিনিয়ে নেওয়া টাকা ।
আমরা কি বুঝবো কারণ আমরা অসহায় গরিব ও সাধারণ ।
তোমাদের শরীরে পরিষ্কার চামড়া ,
আর আমাদের , পঁচা ।
তোমরা তো খাও চিকেন-তান্দুরি ,
আর আমরা ?
পানতা ভাতের সঙ্গে একটা পেঁয়াজ ।
তোমরাই চালাও দেশটাকে, তোমরাই নেতা ,
তোমরাই তো বড়োলোক,
অবশেষে মৃত এক সাধারণ  অসহায় গরিব  ।