অবসর পেয়ে দাদু কাজ হাতড়ায়,
“সময় কাটে না আর, শোনো দাদুভাই”
প্রায়শ এমন কথা শোনে নাতি তার
এমন বয়স কি তার, দুই হল পার,
‘সময় কাটার কিছু থাকছে না হাতে’
দাদু বলে, ‘চোখে তাই ঘুম নাই রাতে’
ফিরে বলে নাতি নিয়ে বাবার রেজার,
‘সময় কাটবে খুব এতে আছে ধার’
দাদু হয় হেঁসে খুন, বলে তারপর
‘ব্লেডে কাটে না রে ভাই সময় প্রহর’।
কাজকাম ভালবেসো বড় হবে যবে
নইলে আমার মত এ দশাই হবে।
দাদু নাতি চলে গেল হাত ধরে ধরে
সময় কাটার নয় যারা অবসরে।