তুমি আমার দৌড়ে পালা আলতা পরা কিশোরী,
তুমি আমার বৃক্ষ শাখে সমীরণ মর্মরী।
তুমি আমার রৌদ্র মাখা শীত সকালী গাঁ
তুমি আমার স্বপ্ন রানীর শিশিরে স্নাত পা।
তুমি আমার বেঁশো সেতুর নিচে ছোটা জলরাশি।
তুমি আমার উদাসী কানে পশা রাখালীয়া বাঁশি।
তুমি আমার শীষ দোলানো বৈকালি বাতাস,
তুমি আমার মায়ের স্নেহে ভরাট বারোমাস।
তুমি আমার অচেনা পাখির নিবিড় কলতান,
তুমি আমার  প্রেয়সী, কাছে আসতে করে যে ভান।
তুমি আমার ঘেমো দেহের আদর মাখা পরশ,
তুমি আমার চকিতে চঞ্চলা হরিণীর হরষ।
তুমি আমার সোনালী আলোয় খেলারত শিশুদল,
তুমি আমার নির্ঝরিণী ঝর্ণার ছলছল।
তুমি আমার দাপিয়ে বেড়ানো সোঁদা গন্ধের মাঠ,
তুমি আমার বনানির তলে ফুলেল ছায়ার হাট,
তোমার মধ্যে বিলাতে পেলে স্বর্গে যাব না আর,
এই কোলে মাথা রাখতে দিলে আসব ফিরে আবার।