আরামের পর আরাম সুখের নয়
পাহাড় ডিঙাও, হবে সেটা সুধাময়।
হাজার কাজের মাঝে থাকা অবসর
রন্ধ্রে রন্ধ্রে জাগাবে সুখের ঘর।
উজানের রেত ঠেলে যে সাঁতারু চলে
ভাটির সময় সুখ তার দোলে গলে।
অলস, যে লোক পুকুরে সাঁতার কাটে,
স্রোত নেই বলে এক খাটুনি সে খাটে।
আলস্য যাদের জীবনের প্রাতে থাকে
ধ্বংসের কীট ঘোরে তার বাঁকে বাঁকে।
আলস্য তিমির গ্রাস করে ধীরে ধীরে
চোরাবালি হতে আসতে পারে না ফিরে।
সুখের ঠিকানা পায় না সে কভু খুঁজে,
বহু না-পাওয়া নিয়ে আঁখিজোড়া বুঁজে।
খাটুনিকে ভয় কোরো না গো যুবাদল
জাগো, ওঠো, ছোটো হবেই হবে সফল।
জড়তা কাটাও সঞ্জীবনীর পানে,
পূর্ণ হও প্রতিপত্তি, মান ও সম্মানে।